কিভাবে Al-Amin Sir Mart থেকে যেকোনো প্রডাক্ট কিনবেন? — স্টেপ বাই স্টেপ গাইড

 

কিভাবে Al-Amin Sir Mart থেকে যেকোনো প্রডাক্ট কিনবেন? — স্টেপ বাই স্টেপ গাইড

আপনি যদি Al-Amin Sir Mart ওয়েবসাইট থেকে যেকোনো ফার্নিচার বা অন্যান্য প্রোডাক্ট কিনতে চান, তাহলে নিচের স্টেপগুলো ফলো করুন:

১. প্রোডাক্ট পছন্দ করুন

প্রথমে ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটি খুঁজে বের করুন। পছন্দ হয়ে গেলে, সেই প্রোডাক্ট পেইজের "Buy Now" বাটনে ক্লিক করুন।

২. WhatsApp বিজনেসে কানেক্ট করুন

"Buy Now" বাটনে ক্লিক করার পর আপনাকে সরাসরি WhatsApp বিজনেস অ্যাপে নিয়ে যাবে, যেখানে ঐ প্রোডাক্টের ক্যাটালগ দেখতে পারবেন।

৩. আল-আমিন স্যার এর সাথে সরাসরি যোগাযোগ করুন

সেখান থেকে সরাসরি আল-আমিন স্যারের সাথে WhatsApp-এ ম্যাসেজ করে জানাতে হবে যে আপনি প্রোডাক্টটি কিনতে চান। তারপর প্রোডাক্টের দাম, বিস্তারিত তথ্য এবং অন্যান্য আলোচনা সম্পন্ন করুন।

৪. পছন্দ হলে অর্ডার কনফার্ম করুন

সবকিছু — যেমন দাম, ডিজাইন, ডেলিভারী সময় ইত্যাদি — আপনার মন মতো হলে অর্ডার কনফার্ম করতে পারবেন।


দুইভাবে প্রোডাক্ট কেনার অপশন

১) শোরুমে গিয়ে দেখে কিনুন:
আপনি চাইলে আল-আমিন স্যারের সাথে কথা বলে আপনার নিকটস্থ শোরুমে গিয়ে সরাসরি প্রোডাক্ট দেখে কিনতে পারবেন।
বিশেষ সুবিধা: যদি Al-Amin Sir Mart ওয়েবসাইটের কথা বলেন বা আল-আমিন স্যারের রেফারেন্স দেন, তাহলে ভালো ডিস্কাউন্ট পাবেন ইনশাআল্লাহ।

২) ক্যাশ অন ডেলিভারিতে কিনুন:

  • যদি আপনি সরাসরি শোরুমে যেতে না পারেন, তবে অনলাইনে অর্ডার করেও কিনতে পারবেন।
  • এই ক্ষেত্রে আপনাকে প্রথমে ডেলিভারী চার্জটি বিকাশের মাধ্যমে পাঠাতে হবে এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • প্রোডাক্ট ডেলিভারির সময়, ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের বাকি টাকা দিবেন — যদি প্রোডাক্টটি আপনার পছন্দ হয়।
  • ডেলিভারী চার্জ আপনার লোকেশন অনুযায়ী নির্ধারিত হবে, যা আল-আমিন স্যারের সাথে কথা বলে জেনে নিবেন।

আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে About Us পেইজটি ঘুরে দেখতে পারেন।
সেখানে আমাদের সব ইনফরমেশন দেওয়া আছে।
সুতরাং কোনো ধরনের প্রতারণার আশঙ্কা নেই, ইনশাআল্লাহ।


ধন্যবাদ।
Al-Amin Sir Mart-এর পক্ষ থেকে আপনার পাশে থাকার অঙ্গীকার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال